দুই উপদেষ্টার গাড়ি আটকে বিক্ষোভ, গ্রেপ্তার ৩ জন কারাগারে
প্রকাশিত হয়েছে : ১৬ জুন ২০২৫
সিলেট প্রতিনিধি:: সিলেটের গোয়াইনঘাটের পর্যটনকেন্দ্র জাফলং পরিদর্শন শেষে ফেরার পথে দুই উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভের ঘটনায় করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল রোববার রাতে তাঁদের সিলেট ও জাফলং এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মামলার এজহারনামীয় ৬ নম্বর আসামি দেলোয়ার হোসেন দুলু ও অজ্ঞাতনামা শাহজাহান ও ফারুক মিয়া। তাঁদের মধ্যে দেলোয়ার ও শাহজাহানকে সিলেট এবং ফারুককে জাফলং থেকে গ্রেপ্তার করা হয়।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমদ বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের রোববার রাতে গ্রেপ্তার করে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার দেলোয়ার এজহারভুক্ত ও অন্য দুজন ওই ঘটনায় জড়িত ছিলেন। ভিডিও ফুটেজ দেখে তাঁদের শনাক্ত করা হয়েছে। অন্যদের ধরতে আমাদের বিভিন্ন টিম মাঠে রয়েছে।
গতকাল রাতে সরকারি কাজে বাধাদান, গাড়ি আটক ও অবরোধের অভিযোগে গোয়াইনঘাট থানার উপপরিদর্শক (এসআই) ওবায়েদ উল্লাহ বাদী হয়ে মামলাটি করেন। মামলায় ৯ জনের নাম উল্লেখ করে ১০০-১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
এর আগে গত শনিবার সকালে জাফলং এলাকা পরিদর্শনে যান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
ফেরার পথে গোয়াইনঘাটের বল্লাঘাট এলাকায় তাঁদের গাড়িবহর আটকে দেন বালু-পাথর ব্যবসায়ী ও শ্রমিকেরা। তাঁরা বন্ধ থাকা জাফলংসহ সিলেটের পাথর কোয়ারিগুলো চালুর দাবিতে স্লোগান দেন।