“ক্লাব ‘৮৫ ইউকে”এর বন্ধু মিলনমেলা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৮ জুন ২০২৫
আজ ১৭ জুন এসএসসি ১৯৮৫ ব্যাচের “ক্লাব ৮৫ ইউকে” এর বন্ধু মিলনমেলা ইস্ট লন্ডনের ইম্প্রেশন ইভেন্ট ভ্যানুতে অনুষ্ঠিত হয়।
কনভেনর এমদাদ আহমেদ এর স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠিত রুবী জয়ন্তি অনুষ্টানটি পরিচালনা করেন সদস্য সচিব আজমল হোসেন । প্রথমে কোরআন থেকে তেলাওয়াত করেন রেজা চৌধুরী ।জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন হয় ।
আজ থেকে ৪০ বছর পর আগে বাংলাদেশে যারা বিভিন্ন জেলা থেকে বিভিন্ন স্কুল থেক এস এস সি পাশ করেছেন , যুক্তরাজ্যের মাঠিতে তাদের একত্রিত হয়ে বন্ধুত্বপূর্ণ পরিবেশে বন্ধু মিলনমেলা উদযাপন যেন ছিল একখন্ড বাংলাদেশ ।
আমাদের প্রিয় স্কুলগুলোর বন্ধন আজ শুধু স্মৃতিময় নয়, বরং একটি প্রেরণার উৎস হয়ে দাঁড়িয়েছে। বিলাতে এই প্ল্যাটফর্ম আমাদের একটি বড় পরিবারে পরিণত করেছে – যেখানে আমরা পেশাগত সফলতা, সামাজিক দায়িত্ব এবং পারস্পরিক সহযোগিতার বন্ধনে আবদ্ধ।
৮৫ ব্যাচের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। আপনাদের অংশগ্রহণ আমাদের এই উদ্যোগকে আরও প্রাণবন্ত করে তুলেছে। আপনাদের মাঝে অনেকেই আজ সমাজে প্রতিষ্ঠিত, বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন – কিন্তু হৃদয়ে বয়ে চলেছেন আমাদের স্কুলের সেই সোনালি স্মৃতি।
এই মিলনমেলা শুধু আনন্দের নয় – এটা দায়িত্বেরও। আমরা চাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মও এই ঐতিহ্য ধারণ করুক, গড়ে উঠুক একে অপরের পাশে থেকে।
চলুন, আমরা সকলে মিলে এই ক্লাবকে আরও কার্যকর, সক্রিয় এবং সামাজিকভাবে অবদান রাখার উপযুক্ত প্ল্যাটফর্মে রূপান্তর করি।
গতরাতে একজনে যথার্থই লিখেছেন যে,
“কঠিন পৃথিবি সহজ হয়
বন্ধু যদি কাছে রয়”
আমি ধন্যবাদ দিতে চাই আমাদের বন্ধু আজমল, রুশী, শাহীন মোস্তফা, জুথি,মানিক, ফয়সল, সুবিন,শহীদ, রিপন, রহিম, মিশকাত, শাহজাহান, কামরুল ,রফিক হায়দার, পারভেজ কোরেশি, শাহজাহান সহ উপস্থিত সকল বন্ধুদের ।আমি বিশ্বাস করি এই অনুষ্ঠান আজকে সফল করার পেছনে সবারই কোনো না কোনোভাবে সহযোগিতা আছে। কেউ রেজিস্ট্রেশনে সহযোগিতা করেছেন, কেউ বা অন্যদেরকে উৎসাহিত করেছেন, কেউ কেউ আমাদের পেইজে লাইক, কমেন্টের মাধ্যমে উৎসাহিত করেছেন এবং এভাবে প্রত্যেকেরই অবদান আছে ।
ধন্যবাদ বাংলাদেশের “ক্লাব ৮৫” এর এডমিন মাহবুব সহ সংশ্লিষ্ট সকলকে। ধন্যবাদ এসএসসি ৮৫ সিলেট গ্রপ এর আহবায়ক এফজাল চৌধুরী ও সদস্য সচিব রাহেনা হক রানা সহ সংশ্লিষ্ট সকলকে ।তাদের গতবারের অনুস্টান থেকে অনেক অনুপ্রাণিত হয়েছি।
ধন্যবাদ ইম্প্রেশন হলের পরিচালকবৃন্দের প্রতি। তাঁরা আমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে আজকের এই পুনর্মিলনীর সুযোগ করে দিয়েছেন। জনাব মঈন উদ্দিন আনছার ও হাবিবুর রহমান হাবিবকে ধন্যবাদ জানাচ্ছি আমি “ক্লাব ‘৮৫ ইউকে” এর পক্ষ থেকে।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা বেথনাল গ্রিনের ডিসকাউন্ট বাজার অনলাইন গ্রোসারি এবং বাংলাদেশের রিয়েল এস্টেট প্রবাসী পল্লী গ্রুপকে তারা আমাদেরকে ডায়েরি, কিং রিং এবং ব্যাগ উপহার দিয়েছেন, বাংলা টাউনের পরিচালক রফিক হায়দার আমাদেরকে সহযোগিতা করেছেন, পারভেজ কোরেশী BEM আমাদেরকে উনার ব্রিকলেন ফিউনারেল এর পক্ষ থেকে কলম উপহার দিয়েছেন এবং আজমল হুসেন উনাদের এরোলেক্স ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে র্যাফেল ড্র এর প্রথম পুরস্কার লন্ডন সিলেট লন্ডন রিটার্ন এয়ার টিকেট দিয়ে সহযোগিতা করেছেন ।
আমরা এখন এমন এক সময়ে দাঁড়িয়ে আছি, যখন পুরনো দিনের গল্প বলতে গিয়ে স্মৃতিচারণে চোখে পানি আসে—আর হেসে উঠলে কোমরে টান পড়ে!
স্কুলে একসময় ‘গারজিয়ান” ডেকে আনা’ ছিল শাস্তি, এখন ‘গার্ডিয়ান’ আমরাই!
বন্ধুত্ব তখন ছিল টিফিন ভাগ করে খাওয়া নিয়ে, আর এখন দেখা হলে প্রথম প্রশ্ন করি “ডায়েটিং করো নাকি?”
আমরা গর্বিত, কারণ আমরা শুধু ছাত্র ছিলাম না—হাজারো স্মৃতির অংশ ছিলাম আমরা । আজকের এই মিলনমেলা আমাদের সেই সম্পর্কগুলোর নতুন করে জোড়া লাগানোর সুযোগ।নুতন করে সেই পুরনো দিনের গান শুনে মনে ব্যাথা পাওয়ার ও সুযোগ । আমরা অনেকেই আজ অনুভব করি—“কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই… আজ আর নেই কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই । আজ আর নেই ।
কিন্তু আজকের এই মিলনমেলায় সেই পুরনো দিনের বন্ধুত্ব, হাসি, আর সোনালি বিকেল যেন আবার ফিরে এসেছে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। অনেক ধন্যবাদ