যুক্তরাজ্যে আইনজীবী শিশির মনিরের সঙ্গে দিরাই-শাল্লাবাসীর মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ২০ জুন ২০২৫
যুক্তরাজ্যে সফররত বাংলাদেশের সুপ্রীম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনিরের সঙ্গে মতবিনিময় এবং সৌজন্য সাক্ষাৎ করেছেন বার্মিংহামে বসবাসরত দিরাই-শাল্লাবাসী। গত সোমবার স্থানীয় একটি হলে আয়োজিত সভায় বার্মিংহাম ও আশপাশ এলাকায় বসবাসরত দিরাই-শাল্লার প্রবাসীরা যোগ দেন।
সভায় সভাপতিত্ব করেন সাদিকুর রহমান। আবু বকরের পরিচালনায় সভায় বক্তারা বলেন, দেশের মূল চালিকা শক্তিই হচ্ছেন আমাদের প্রবাসীরা। প্রবাসীদের শ্রম- ঘাম দেশের অর্থনীতির চাকা সচল রাখছে। শুধু তাই নয় এলাকাভিত্তিক উন্নয়নে ও এই প্রবাসীরাই সবচেয়ে বড় ভূমিকা রাখছেন। বিশেষ করে দিরাই-শাল্লার প্রবাসীরা সবসময়ই এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
এ সময় বিশিষ্ট আইনজীবী শিশির মনির স্বল্প সময়ে এ ধরনের আয়োজন করায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন আতাউর রহমান, মুজিবুর রহমান বাবুল, আব্দুর রব, মনিরুল ইসলাম, তাজ উদ্দিন, জুয়েল মিয়া, মোফাজ্জল হক, কামরুল ইসলাম, রমজান মিয়া, জামাল উদ্দিন আহমদ, মোহাম্মদ আব্দুর রশিদ, মাহমুদুল হাসান, শাহ কামাল, শফিকুল ইসলাম চঞ্চল প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি