ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত এতিম শিশুদের দাওয়াতুল ইসলামের অর্থ সহায়তা
প্রকাশিত হয়েছে : ২১ জুন ২০২৫
পূর্ব লন্ডনের বিগল্যান্ড স্ট্রিটের কেয়ার হাউসে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে, যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের অসহায়, দুস্থ এতিম শিশুদের সহায়তায় দাওয়াতুল ইসলামের পক্ষ থেকে চুয়াল্লিশ হাজার নয়শত তিয়াত্তর পাউন্ড অর্থ সহায়তার একটি চেক ইসলামিক রিলিফ ইউকের সিইও তোফায়েলের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়েছে।
শুক্রবার, ২০ জুন অনুষ্ঠানটি পরিচালনা করেন দাওয়াতুল ইসলামের কেন্দ্রীয় সমাজকল্যাণ বিভাগের সম্মানিত সেক্রেটারি মরফত আলী। সূচনা তিলাওয়াত করেন দারুল উম্মাহ জামে মসজিদের খতিব ও প্রধান ইমাম শায়খ কাজি আশিকুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন দাওয়াতুল ইসলামের আমীর মাওলানা আব্দুর রহমান মাদানী এবং নায়েবে আমীর হাসান মুহাম্মাদ মঈনুদ্দিন।
তারা বলেন, মানবতার কল্যাণে, বিশেষত ফিলিস্তিনের অসহায় শিশুদের মুখে হাসি ফোটাতে যারা হৃদয় উজাড় করে দান করেছেন আমরা তাঁদের প্রতি কৃতজ্ঞ। এই সহযোগিতা শুধু দাওয়াতুল ইসলামের নয়, বরং কমিউনিটির প্রতিটি মানুষের সম্মিলিত মানবিক দায়িত্ব পালনের একটি সৌন্দর্য।
ইসলামিক রিলিফ ইউকের সিইও জনাব তোফায়েল বলেন, এই সংস্থা প্রতিষ্ঠার শুরু থেকেই বিশ্বের নানা প্রান্তে বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়িয়ে আসছে। ইসলামিক রিলিফ একটি কমিউনিটি-ভিত্তিক সংগঠন, যা মানুষের দান ও আন্তরিকতার ওপর ভিত্তি করে চলে। দাওয়াতুল ইসলামের এই অনুদান সরাসরি ফিলিস্তিনের অসহায় এতিম শিশুদের কল্যাণে ব্যয় করা হবে।
অনুষ্ঠানে দাওয়াতুল ইসলামের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বহু দায়িত্বশীল সদস্য উপস্থিত ছিলেন, যাঁদের সবার অন্তর থেকে অংশগ্রহণই প্রমাণ করে-মানবতা এখনো জীবন্ত, হৃদয়ের গভীর থেকে প্রবাহমান।
সবশেষে, দাওয়াতুল ইসলামের সাবেক আমীর, প্রখ্যাত আলেম ও হাফিজ আল্লামা মাওলানা আবু সায়িদ সাহেবের হৃদয়গ্রাহী দোয়ায় অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সংবাদ বিজ্ঞপ্তি