যুক্তরাজ্যে সমাজসেবক আনোয়ার হোসেনকে ঢাকাদক্ষিণ অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকের সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ০২ জুলাই ২০২৫
ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও এলাকার বিশিষ্ট মুরব্বি আনোয়ার হোসেনের যুক্তরাজ্য আগমন উপলক্ষে এক সংবর্ধনা দেওয়া হয়েছে। গত ৩০ জুন লন্ডনের একটি অভিজাত হলে ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ দত্তরাইল অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব তছউর আলী এবং সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান শানু।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি শামীম আহমেদ, সহসভাপতি দেওয়ান নজরুল ইসলাম, সহসভাপতি সেলিম উদ্দিন চাকলাদার, সহসভাপতি আজন উদ্দিন, সহসভাপতি তমিজুর রহমান রন্জু, বিশিষ্ট কমিউনিটি এক্টিভিস্ট ও সাবেক কাউন্সিলর আমিনুর রশিদ খান, কমিউনিটি এক্টিভিস্ট আব্দুল কাদির, আতাউর রহমান আংগুর মিয়া, আব্দুল মতিন প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন সহসভাপতি আব্দুল কাদির, সহসভাপতি আবুল হাসনাত নাইস, কোষাধ্যক্ষ ফরিদ আহমদ, হাফিজ রশিদ খান জুনু, কার্যনির্বাহী কমিটির সদস্য শামীম আহমেদ, হেলাল আহমেদ, মেজবাহ উদ্দিন আহমেদ, কিশোয়ার আনাম লিটন, রেজওয়ান হোসেন রেজা, লিখন আহমেদ, সাহাব উদ্দিন ও লিমন জামান।
বক্তারা তাদের বক্তব্যে আনোয়ার হোসেনের মানবিকতা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে বলেন, আনোয়ার হোসেন একজন মানবিক মূল্যবোধসম্পন্ন, নির্ভেজাল মানুষ যিনি এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকেন। তাঁর মতো সজ্জন মানুষ এ সময়ে বিরল।
অনুষ্ঠানে আনোয়ার হোসেনকে ফুল ও ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়। লন্ডনে বসবাসরত ঢাকাদক্ষিণের বহু গণ্যমান্য ব্যক্তি উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলেন। পুরো অনুষ্ঠানটি ইংল্যান্ডের জনপ্রিয় চ্যানেল হাওয়া টিভি সরাসরি সম্প্রচার করে। সংবাদ বিজ্ঞপ্তি