শাহজালাল উপশহরে নির্মাণাধীন মসজিদের জন্য নর্থাম্পটনে ফান্ড রেইজিং
প্রকাশিত হয়েছে : ০২ জুলাই ২০২৫
সিলেট নগরীর শাহজালাল উপশহরের বুরহান উদ্দিন আবাসিক এলাকায় নির্মাণাধীন আল কাইয়ুম জামে মসজিদের জন্য যুক্তরাজ্যের নর্থাম্পটনে ফান্ড রেইজিং অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গত ২০ জুন শুক্রবার বাদ জুমা নর্থাম্পটনের আল জামাত উল মুসলিমিন অফ বাংলাদেশ মসজিদে এই ফান্ড রেইজিং অনুষ্ঠিত হয়।
জানা গেছে, ব্রিস্টলের সামারসেট এলাকার বাসিন্দা, ব্রিটিশ-বাংলাদেশি তরুণ নাদিম উদ্দিনের উপার্জিত অর্থ দিয়ে এই মসজিদ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ২০১৯ সালের ১৭ নভেম্বর মাত্র ২৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন নাদিম উদ্দিন। তিনি চ্যানেল এস-এর রিপোর্টার ও লন্ডন বাংলা প্রেসক্লাবের সিনিয়র সদস্য এহসানুল ইসলাম চৌধুরী শামীমের ভাগ্নে।
তার রুহের মাগফিরাত কামনায় ও সদকায়ে জারিয়া হিসেবে শাহজালাল উপশহরের এইচ ব্লক ৪ নম্বর রোডসংলগ্ন বুরহান উদ্দিন আবাসিক এলাকায় এই মসজিদের নির্মাণকাজ শুরু হয়। তবে পুরো নির্মাণকাজ সম্পূর্ণ করতে আরও অর্থ সহায়তার প্রয়োজন। এজন্য নর্থাম্পটনের প্রবাসী বাংলাদেশিদের সহায়তায় প্রায় তের শত পাউন্ড ফান্ড রেইজিং করা হয়েছে। আয়োজক সাংবাদিক এহসানুল ইসলাম চৌধুরী শামীম সংশ্লিষ্ট সবাইকে এই মহৎ উদ্যোগে সহযোগিতা করার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এ সময় ফান্ড রেইজিংয়ে সহযোগিতা করেছেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কাদির, সাংবাদিক এম এ ফাত্তাহ চৌধুরী ফয়সল, মইনুল হক ও এহতেশাম ইসলাম চৌধুরী প্রমুখ।