শাহবাজপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে’র নতুন কমিটি গঠিত : মোমিতুর রাজা চৌধুরী সভাপতি, মোহাম্মদ রহিম সেক্রেটারি, ব্যারিস্টার সালাহ উদ্দিন সুমন ট্রেজারার
প্রকাশিত হয়েছে : ০২ জুলাই ২০২৫
লন্ডন, ২ জুলাই ২০২৫: শাহবাজপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে’র দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ জুন মঙ্গলবার পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে এই সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব জনাব এ কে এম আবু তাহের চৌধুরী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
বিদায়ী সভাপতির স্বাগত বক্তব্য, সাধারণ সম্পাদকের বার্ষিক প্রতিবেদন, ট্রেজারারের আর্থিক রিপোর্ট উপস্থাপন ও প্রশ্নোত্তর পর্ব শেষে কমিটির কার্যক্রম বিলুপ্ত ঘোষনা করে নির্বাচন কমিশনারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়। সাধারণ সদস্যদের সম্মতিক্রমে নির্বাচনের পরিবর্তে প্রস্তাবের ভিত্তিতে কমিটি গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সংগঠনের পেট্রন জনাব মনজুর রাজা চৌধুরী নির্বাচন কমিশনার বরাবরে নতুন কমিটিতে জনাব মোমিতুর রাজা চৌধুরীকে সভাপতি, মোহাম্মদ রহিমকে জেনারেল সেক্রেটারী ও ব্যারিস্টার সালাহ উদ্দিন সুমনকে ট্রেজারার হিসেবে দায়িত্ব প্রদানের প্রস্তাব দেন । নির্বাচন কমিশনার উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে তাঁদেরকে নির্বাচিত ঘোষণা করে অবিলম্বে পূর্ণ কমিটি গঠন করার পরামর্শ দেন । নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ যুক্তরাজ্যস্থ শাহবাজপুরবাসীকে একসাথে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
উল্লেখ্য, মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের যুক্তরাজ্য প্রবাসীদের নিয়ে ২০০২ সালে এই সংগঠন প্রতিষ্ঠা লাভ করে । প্রতিষ্ঠার পর থেকে গত ২৩ বছর এলাকার শিক্ষা, চিকিৎসা ও আর্থ-সামাজিক উন্নয়নসহ বহুমুখী কার্যক্রমে ভুমিকা রেখে আসছে।
নব নির্বাচিত সভাপতি জনাব মোমিতুর রাজা চৌধুরী এঙ্গলিয়া রাসকিন ইউনির্ভাসিটির সিনিয়র লেকচারার, জেনারেল সেক্রেটারি মুহাম্মদ রহিম ব্যাংক এশিয়া এক্সচেঞ্জ ইউকে’র হেড অব অপারেশন্স ও ট্রেজারার ব্যারিস্টার সালাহ উদ্দিন সুমন পূর্ব লন্ডনের খ্যাতনামা ল’ম্যাটিক সলিসিটর্স ফার্মের পার্টনার হিসেবে সুনামের সাথে আইনপেশায় জড়িত রয়েছেন।