এডভোকেট আব্দুল গাফফারের রুহের মাগফিরাত কামনায় লন্ডনে মিলাদ ও দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ০৪ জুলাই ২০২৫
সিলেট জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, দক্ষিণ সুরমার কৃতি সন্তান ও সাবেক পিপি এডভোকেট আব্দুল গাফফারের রুহের মাগফিরাত কামনায় দক্ষিণ সুরমা বিএনপি পরিবার ইউকে’র উদ্যোগে ৩০ জুন সোমবার লন্ডনের ব্রিকলেন জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি আবেদ রাজা। মিলাদ ও দোয়া মাহফিলে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমদ, সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ, সহসভাপতি মুজিবুর রহমান মুজিব, হাজী তৈমছু আলী, গোলাম রাব্বানি সোহেল, আশিকুর রহমান আশিক সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
জিয়াউর রহমান ফাউন্ডেশন ইউরোপের সমন্বয়ক কামাল উদ্দিন, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক খসরুজ্জামান খসরু, মিসবাহউজ্জমান সোহেল, ডক্টর এম মুজিবুর রহমান, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসিম আহমেদ চৌধুরী, বিএনপি নেতা শামসুর রহমান মাহতাব, ইস্ট লন্ডন বিএনপির সভাপতি ফখরুল ইসলাম বাদল, সহ সাধারণ সম্পাদক সালেহ আহমদ জিলান প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও লন্ডন মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল কুদ্দুছ, সহসভাপতি আব্দুর রব, সাবেক সাংগঠনিক সম্পাদক খালেদ চৌধুরী, যুবদল ও সেচ্ছাসেবক দলের নেতাকর্মীসহ বৃহৎ সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। মিলাদ ও দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন ব্রিকলেন জামে মসজিদের ইমাম।
অনুষ্ঠানে এডভোকেট আব্দুল গাফফার, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্থতা, বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণের জন্য মহান আল্লাহ্ রাব্বুল আলামীনের দরবারে বিশেষ দোয়া পরিচালিত হয়। সংবাদ বিজ্ঞপ্তি