বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার নির্বাহী সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০৪ জুলাই ২০২৫
বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের সভায় নেতৃবৃন্দ বলেন, জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে যারা শাহাদাত বরণ করেছেন ও আহত হয়েছেন তারা এ জাতির সূর্যসন্তান।তাদেরকে জাতি আজীবন শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ রাখবে। নেতৃবৃন্দ দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে জুলাই-আগষ্ট বিপ্লবের চেতনাকে কে ধরে রাখতে সকলের প্রতি আহবান জানান।
গত ২৯ জুন রবিবার জামেয়া ইসলামীয়া বার্মিংহামে বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের নবগঠিত নির্বাহী পরিষদের সভা নেতৃবৃন্দ আরো বলেন, আগামী নির্বাচন কে সামনে রেখে ইসলামী রাজনৈতিক শক্তির বৃহত্তর ঐক্য আমরা চাই। দেশ ও জাতির কল্যাণে বৃহত্তর এই ঐক্য সময়ের অপরিহার্য দাবী।
সংগঠনের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সভাপতি শায়খুল হাদীস প্রিন্সিপাল মাওলানা রেজাউল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি ছালেহ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যুক্তরাজ্য শাখার সহ সভাপতির আলহাজ্ব মাওলানা আতাউর রহমান, সহ সভাপতি হাফিজ মাওলানা শায়খ ইকবাল হোসাইন, সহ সভাপতি মাওলানা মুহাম্মদ শাহনূর মিয়া,সহ সভাপতি ব্যারিষ্টার মাওলানা শায়খ বদরুল হক, সহ সভাপতি মাওলানা শায়খ নাজিম উদ্দিন,সহ সাধারণ সম্পাদক মাওলানা মুসলেহ উউদ্দিন,সহ সাধারণ সম্পাদক মাওলানা ছাদিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাফিজ সৈয়দ শিহাব উদ্দিন, প্রশিক্ষণ সম্পাদক হাফিজ মাওলানা লিয়াকত হোসাইন, প্রকাশনা সম্পাদক হাফিজ মাওলানা মুহিবুর রহমান মাছুম, প্রচার সম্পাদক মাওলানা মুহাম্মদ আল আমিন ভুঁইয়া, নির্বাহী সদস্য মাওলানা মুহিউদ্দীন খান,মাওলানা মুফিজুর রাহমান মারুফ,মাওলানা আহমদ হোসাইন, হাফিজ মাওলানা মুশফিকুর রাহমান মামুন, প্রমুখ।
সভায় সাংগঠনিক কার্যক্রম জোরদার ও গতিশীল করার লক্ষ্যে ব্যাপক সাংগঠনিক পরিকল্পনা গ্রহণ করা হয়।পরিকল্পনার মধ্যে রয়েছে জুলাই- আগষ্ট বিপ্লবের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল, আগামী ২০ জুলাই লীডস ও ব্রাডফোর্ড শাখা পুনর্গঠন এবং নর্থ ইংল্যান্ডের শাখা সমূহের দায়িত্বশীলদের নিয়ে দায়িত্বশীল সমাবেশ, ২৭ জুলাই লন্ডনের সকল দায়িত্বশীল ও কর্মীদের নিয়ে তারবিয়াতী সফর, যুক্তরাজ্য সংগঠনের সকল শাখা দায়িত্বশীলদের নিয়ে প্রশিক্ষণ মজলিসের আয়োজন করা। পরিশেষে জুলাই আগষ্ট গণঅভ্যুত্থানে শাহাদাত বরণকারী ছাত্র-জনতার রূহের মাগফিরাত (আত্মার শান্তি) এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়।
মোনাজাত করিচালনা করেন যুক্তরাজ্যে সফররত বিশিষ্ট মুফাসসিরে কুরআন ও বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা মাওলানা আব্দুল হাই বাহুবলী। সংবাদ বিজ্ঞপ্তি