ক্যানারি ওয়ার্ফে নির্মিত হচ্ছে ৩০০ সোশ্যাল হাউজ: গড়ে উঠছে লন্ডনের সর্বাধুনিক কমিউনিটি
প্রকাশিত হয়েছে : ০৪ জুলাই ২০২৫
উড ওয়ার্ফে তৃতীয় পর্যায়ের নির্মাণ কাজ পরিদর্শনে মেয়র লুৎফুর
টাওয়ার হ্যামলেটসের ক্যানারি ওয়ার্ফ, যা এতদিন ইউরোপের অন্যতম প্রধান বাণিজ্যিক ও আর্থিক কেন্দ্র হিসেবে পরিচিত ছিল, সেই এলাকাতেই এখন গড়ে উঠছে এক নতুন রূপে — বসবাস, কাজ এবং অবকাশযাপনের এক আধুনিক ও ভারসাম্যপূর্ণ মিশ্র-ব্যবহারের কমিউনিটি।
ক্যানারি ওয়ার্ফ গ্রুপের উদ্যোগে এই বিশাল প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে উড হোয়ার্ফের ব্রানান স্ট্রিট ও চার্টার স্ট্রিটে এবং এটি হচ্ছে লন্ডনের বেসরকারি খাতে পরিচালিত সবচেয়ে বৃহৎ উন্নয়ন প্রকল্পগুলোর একটি।
নির্মাণাধীন নতুন দুই আবাসন ভবনের মোট ১৬শ ফ্ল্যাটের মধ্যে প্রায় ৩০০টি হবে সোশ্যাল রেন্টেড অর্থাৎ এফোর্ডেবল হাউজ। এর মধ্যে ৪ বেডরুমের ৩৬টি ও ৩ বেডরুমের ১০৪ ফ্ল্যাট। ব্রানান স্ট্রিটের ভবনের কাজ আগামী বছরের জুলাই মাসে এবং চার্টার স্ট্রিটের সুবিশাল বিল্ডিং এর নির্মাণ কাজ আগামী বছরের ডিসেম্বরে শেষ হবে বলে আশা করা হচ্ছে। উড হোয়ার্ফ ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় নির্মিত হচ্ছে ৩,৬০০ টি আবাসিক ইউনিট, যার একটি উল্লেখযোগ্য সংখ্যক ফ্ল্যাট হবে সামাজিক ও সাশ্রয়ী আবাসন। এর পাশাপাশি থাকছে ৯ একরেরও বেশি নয়নাভিরাম সবুজ উন্মুক্ত স্থান ও পাবলিক স্কয়ার, হাঁটার পথ, খেলার মাঠ ও অবকাশ যাপনের স্থান, একটি নতুন জিপি সার্জারি, যা এলাকার স্বাস্থ্যসেবা উন্নত করবে। আরো আছে একটি নতুন প্রাইমারি স্কুল।
৩ জুলাই, বৃহস্পতিবার, ক্যানারি ওয়ার্ফ গ্রুপের আমন্ত্রণে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফুর রহমান, সহ কাউন্সিলের কেবিনেট মেম্বারবৃন্দ ও উচ্চপদস্থ কর্মকর্তারা প্রকল্প এলাকা পরিদর্শন করেন। তাঁরা একটি নির্মাণাধীন ২৪ তলা ভবন থেকে পুরো প্রকল্প এলাকার প্যানোরামিক ভিউ উপভোগ করেন এবং প্রকল্পের অগ্রগতি নিয়ে ক্যানারি হোয়ার্ফ গ্রুপের প্রতিনিধিদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।
পরিদর্শনকালে নির্বাহী মেয়র লুৎফুর রহমানের সাথে ছিলেন ডেপুটি মেয়র কাউন্সিলর মাইয়ুম তালুকদার, কাউন্সিলের চীফ এক্সিকিউটিভ অফিসার স্টিফেন হলসি, ক্যানরি ওয়ার্ফের চীফ এক্সিকিউটিভ অফিসার শোবি খান, কাউন্সিলের রিজেনারেশন, ইনক্লুসিভ ডেভেলপমেন্ট এন্ড হাউজবিল্ডিং বিষয়ক কেবিনেট মেম্বার, কাউন্সিলর কবির আহমেদ, কাউন্সিলের হাউজিং ও রিজেনারেশন বিষয়ক কর্পোরেট ডিরেক্টর ডেভিড জয়েস।
উড ওয়ার্ফ প্রকল্প পরিদর্শনকালে নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেন, “এই প্রকল্পের পরিকল্পনার সূচনা হয়েছিল মেয়র হিসেবে আমার প্রথম মেয়াদকালে ২০১০ থেকে ২০১৫ সালের মধ্যে, যখন আমরা ক্যানারি হোয়ার্ফকে একটি প্রাণবন্ত, বাসযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক এলাকায় রূপান্তর করার স্বপ্ন দেখেছিলাম। আজ সেই স্বপ্ন বাস্তবে রূপ নিতে দেখে আমি অত্যন্ত গর্বিত ও আবেগাপ্লুত।”
মেয়র বলেন, “এটি শুধুমাত্র একটি নির্মাণ প্রকল্প নয় — এটি আমাদের কমিউনিটির ভবিষ্যৎ গঠনের অংশ। যা আমাদের এলাকায় বাস করা সাধারণ মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে।
তিনি বলেন, “আবাসন এখন শুধু একটি ছাদ নয় — এটি নিরাপত্তা, স্থিতি এবং সম্মানের বিষয়। বিশেষ করে আমাদের মত একটি বহুজাতিক, বহু—সাংস্কৃতিক বারায়, যেখানে বহু পরিবার সাশ্রয়ী আবাসনের জন্য সংগ্রাম করে যাচ্ছে, এই প্রকল্প তাদের জন্য একটি আশার আলো।
“আমি ক্যানারি হোয়ার্ফ গ্রুপকে ধন্যবাদ জানাই তাদের প্রতিশ্রুতি এবং টাওয়ার হ্যামলেটসের সঙ্গে অংশীদারিত্বের জন্য। এই প্রকল্প প্রমাণ করে — যদি আমরা একসঙ্গে কাজ করি, তাহলে উন্নয়ন সম্ভব — তবে তা অবশ্যই অন্তর্ভুক্তিমূলক ও ন্যায্য হতে হবে।”
কাউন্সিলের রিজেনারেশন, ইনক্লুসিভ ডেভেলপমেন্ট এন্ড হাউজবিল্ডিং বিষয়ক কেবিনেট মেম্বার, কাউন্সিলর কবির আহমেদ বলেন, “উড হোয়ার্ফ প্রকল্পে অন্তর্ভুক্ত ১,৬০০ ইউনিটের মধ্যে ৩০০—এরও বেশি সামাজিক হাউজিং ইউনিট নির্ধারিত হয়েছে, যার বেশিরভাগই তিন থেকে চার বেডরুম বিশিষ্ট বড় ফ্ল্যাট। এটি আমাদের পরিবারকেন্দ্রিক হাউজিং নীতিকে প্রতিফলিত করে, যেখানে স্থানীয় বৃহৎ পরিবারগুলোর জন্য উপযোগী আবাসনের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।”
কাউন্সিলের হাউজিং ও রিজেনারেশন বিষয়ক কর্পোরেট ডিরেক্টর ডেভিড জয়েস আরও যোগ করেনঃ “এই প্রকল্পে মোট ৬০০ সাশ্রয়ী বাসস্থান অন্তর্ভুক্ত, যার মধ্যে দুই শতাধিকের নির্মাণ কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। এগুলোর অনেকগুলো সামাজিক ভাড়ায় বরাদ্দ দেওয়া হবে — যা আমাদের এলাকার নিম্ন আয় ও মধ্যম আয়ের পরিবারগুলোর জন্য বিশেষ সহায়ক হবে।”
ক্যানারি হোয়ার্ফ গ্রুপের প্রধান নির্বাহী শোবি খান বলেন, “আমরা কেবল বিল্ডিং তৈরি করছি না — আমরা একটি সম্পূর্ণ কমিউনিটি তৈরি করছি। এই উন্নয়নের মাধ্যমে টেমস নদীর পাশে একটি বিশ্বমানের জীবন্ত ও অন্তর্ভুক্তিমূলক পাড়া গড়ে তোলা হচ্ছে, যেখানে মানুষ বসবাস করবে, কাজ করবে এবং পরিবার নিয়ে আনন্দে থাকবে।” সংবাদ বিজ্ঞপ্তি