শমশেরনগর ভাদাইরদেউল গ্রামে কাবাডি প্রতিযোগিতার শুভ উদ্ভোধন
প্রকাশিত হয়েছে : ১৫ অক্টোবর ২০১৫
মিজানুর রহমান কমলগঞ্জ প্রতিনিধিঃ আজ (১৫/১০/১৬ইং) রোজ বৃহস্পতিবার বিকেল ৪ ঘটিকার সময় মৌলভীবাজার কমলগঞ্জের শমশেরনগর ইউনিয়নের ভাদাইরদেউল গ্রামে জনতা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে প্রথম বারের মতো শুভ উদ্ভোধন হলো গ্রাম বাংলার জনপ্রিয় ও বাংলাদেশের জাতীয় খেলা টিভি এন্ড খাশি কাবাডি প্রতিযোগিতা।
উক্ত কাবাডি প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন হাফিজুল হক চৌধুরী স্বপন, প্যানেল চেয়ারম্যান শমশেরনগর ইউনিয়ন।
প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন এ,বি,এম আরিফুজ্জামান অপু সভাপতি এ,এ,টি,এম বহুমূখী উচ্চ বিদ্যালয়,বিশেষ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন মতিউর রহমান ইনচার্জ শমশেরনগর পুলিশ ফাঁড়ী, মুহিবুর রহমান ইজ্জাদ সাবেক সাধারণ সম্পাদক বণিক কল্যাণ সমিতি শমশেরনগর।এছাড়াও উপস্তিত ছিলেন প্রতিযোগিতা টিভি দাতা মোঃ মোয়াজ্জেম হোসেন সানু ও খাশি দাতা মোঃ মিজানুর রহমান।