নিজের অর্থয়ানে শমশেরনগর ভাদাইরদেউল গ্রামে বৈদ্যুতিক বাতি লাগানো
প্রকাশিত হয়েছে : ১৯ অক্টোবর ২০১৫
মিজানুর রহমান কমলগঞ্জ প্রতিনিধিঃকমলগঞ্জের শমশেরনগরের ভাদাইরদেউল গ্রামে,রাতের অন্ধকারে চুরি,ডাকাতিরোধ করতে ও রাতের অন্ধকারে সবার চলাফেরা সুবির্ধাতে ৪নং শমশেরনগর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আহমদুর রহমান খোকন নিজের অর্থয়ানে উত্তর ভাদাইরদেউল গ্রামে আজ (রবিবার) রাস্তার পাশে বিদ্যুৎতের খুটিতে বেশ কিছু বৈদ্যুতিক বাতি লাগিয়ে এলাকাবাসীর সহযোগীতা করেছেন।
এই বৈদ্যুতিক বাতি লাগাতে সহযোগীতা করেন ভাদাইরদেউল গ্রামের তরুণ যুবক মুসতাফিজুর রহমান সুহেল তাজ,মুহিবুর অপু,আব্দুল গাফফার,আলাল চৌধুরী, হাফেজ মুর্শেদ,পলাশ,কাইয়ুম ও হাসান।