আলোর সন্ধান,শমশেরনগর এর উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ
প্রকাশিত হয়েছে : ৩০ অক্টোবর ২০১৫
মিজানুর রহমান কমলগঞ্জ প্রতিনিধিঃ আজ (বৃহস্পতিবার) সকাল ১১ ঘঠিকার সময় মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বড়চেগ মাদ্রাসার জে ডি সি পরীক্ষার্থীদেরকে “আলোর সন্ধান,শমশেরনগর” এর উদ্যোগে ফাইল,কলম,পেন্সিল,স্কেল ও কাটার বিতরণ করা হয়।
উক্ত শিক্ষা উপকরণ উনুষ্ঠানে সভাপতিত্ব করেন,মাদ্রাসার সুপার মাওলানা তাজুল ইসলাম।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,বিশিষ্ট সমাজসেবক আহমদুর রহমান খোকন,উদ্ভোধক হিসাবে উপস্থিত ছিলেন এ এ টি এম বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি এবিএম আরিফুজ্জামান অপু,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সৌরভ চৌধুরী,আব্দুল বারি মেনন ও আলোর সন্ধান,শমশেরনগর এর সকল সদস্যবৃন্দ।
অনুষ্ঠান পরিচালনা করেন,হাফেজ মুর্শেদুর রহমান ও মতিউর রহমান মিনহাজ।