কমলগঞ্জে ‘সমরিতান পার্স’ বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৩ নভেম্বর ২০১৫
মিখায়েল পিরেগুঃগত ১ নভেম্বর/২০১৫ খ্রীঃ নাজারেথ তেলেগু ব্যাঃ চার্চ শমসেরনগর,কমলগঞ্জ এ অপারেশন জেনারেশন এর ব্যবস্থাপনায় এবং সিলেট জেলা ব্যাঃ চার্চ ফেলোশীপের তথ্যাবধানে কমলগঞ্জ উপজেলাধীন ২৪টি বিদ্যালয়ের অধ্যায়নরত শিক্ষার্থীদের মধ্যে সুদুর আমেরিকার একটি শিশু পরিচর্যার সংগঠন বিশ্বখ্যাত প্রচারক ডঃ বিলিগ্রাহামের উত্তরসূরি ফ্রাংক্লিল গ্রাহাম কতৃক পরিচালিত ‘সমরিতান পার্স’ নামক গিফট অব লাভ উন্নত দেশগুলোর শিশুরা তাদের টিফিন থেকে খরচ সঞ্চয় করে বিশ্বের দরিদ্র শ্রেণীর শিশুদের প্রতি প্রভু যীশু খ্রীষ্টের জন্মদিন উপলক্ষে উপহার প্রদান করে থাকে। যার মাধ্যমে বাংলাদেশের শিশুরাও বিগত কয়েক বছর যাবত এ উপহার পেয়ে আসছে। রেভাঃ জনন ব্রাইট গাজীর সঞ্চালনায়
উক্ত গিফট অব লাভ বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রফিকুর রহমান,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং ইউ পি শমসেরনগর এর চেয়ারম্যান জনাব জুয়েল আহমদ,ইউ পি সদস্যা মেরি রালফ, শমসেরনগর পুলিশ ফাঁড়ি ইনচার্জ মতিউর রহমান,এসডিবিসিএফ এর সভাপতি জেমস দীপক সর্দার।