স্কুল ট্রিপে গিয়ে লাশ হলো জান্নাত : বার্মিংহ্যামে বাঙালি কমিউনিটিতে শোকের ছায়া
প্রকাশিত হয়েছে : ১১ মে ২০১৭
দেশ রিপোর্ট:
স্কুল ট্রিপে গিয়ে লাশ হয়ে ফিরেছে লেস্টারের বাসিন্দা বৃটিশ-বাংলাদেশী শিশুকন্যা ইভা জান্নাত। গত মঙ্গলবার স্ট্যাফোর্ডশায়ারের ড্রেইটন ম্যানোর থিম পার্কের রাইড ‘স্প্লাশ কেনইয়ন’ থেকে পানিতে পড়ে গিয়ে মারাত্মক আহত হয় ১১ বছরের শিশু জান্নাত। সেখান থেকে দ্রুত তাকে বার্মিংহাম চিলড্রেন্স হসপিটালে নেওয়া হলেও অল্প কিছুক্ষণের মধ্যেই প্রাণ হারায় সে।
এ ঘটনায় স্থানীয় কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। ইভা জান্নাতের পরিবারের পক্ষ থেকে এক শোক বাণীতে বলা হয়েছে, ইভা ছিল ‘‘ ভালোবাসায় পরিপূর্ণ চমৎকার একটি ছোট মেয়ে’’। ইভার মৃতদেহ হাসপাতাল থেকে দ্রুত হস্তান্তর এবং তার মৃত্যুর কারণ অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত ড্রেইটন ম্যানোর থিম পার্কের ওই রাইডটি বন্ধ রাখার দাবি জানিয়েছে ইভার পরিবার। ইভা জান্নাতের প্রতি শ্রদ্ধা জানাতে বুধবার বন্ধ রাখা হয়েছিল ড্রেইটন ম্যানোর থিম পার্ক। ইভার স্কুল লেস্টারের জামিয়া গার্লস একাডেমিও বন্ধ ছিল বুধবার।
স্কুলের প্রধান শিক্ষিকা ইরফানা বরা এক বিবৃতিতে বলেন, ইভা ছিল ‘‘চমৎকার ও মিষ্টি প্রকৃতির এক মেয়ে যাকে সবাই ভালোবাসতো। আমরা এখন ভয়াবহ বিয়োগান্তক ঘটনাটিকে বুঝে ওঠার চেষ্টা করছি। আমাদের সকল ভাবনা ও প্রার্থনা এখন ইভার পরিবারের সদস্যদের প্রতি’’। লেস্টারের জামে মসজিদেও ইভার আত্মার মাগফেরাতের জন্য দোয়া করা হয়েছে। ড্রেইটন ম্যানোর থিম পার্কের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে ইমার্জেন্সি সার্ভিসকে ধন্যবাদ জানিয়ে বলা হয়েছে, মঙ্গলবারের ঘটনাটি পুরো ড্রেইটন ম্যানোর পরিবারকে তথা পার্কের কর্তৃপক্ষ থেকে শুরু করে সকল কর্মী ও বেড়াতে আসা লোকজনকে কাঁপিয়ে দিয়ে গেছে’’। ইভার শোকসন্তপ্ত পরিবার এবং ওই ঘটনায় আক্রান্ত সকলের প্রতি সমবেদনা জানিয়েছে পার্ক কর্তৃপক্ষ।
১৯৯৩ সালে ড্রেইটন ম্যানোর পার্কে ‘স্প্লাশ ক্যানইয়ন’ রাইডটি চালু করা হয়। এতে রয়েছে ২১টি গোলাকৃতির নৌকা। প্রতিটি নৌকায় ছয়জন লোক চড়তে পারে। কৃত্রিমভাবে তৈরি করা প্রবল স্রোতের পানিতে ব্যাপকভাব দুলতে দুলতে থাকে রাইডটি। এই রাইড চড়তে হলে সর্বনিম্ন উচ্চতা থাকাসহ কোনো কোনো ক্ষেত্রে শিশুদের সাথে পূর্ণ বয়স্কদের থাকার নিয়ম বলবৎ রয়েছে।
গোলাকৃতির নৌকাগুলোতে ছয়টি আসন রাখার পাশাপাশি মাঝখানে গোলাকৃতির হাতল স্থাপন করা হয়েছে। প্রবল স্রোতে চড়ার সময়ে যাত্রীরা সেই হাতল ধরে নিজেদেরকে নিয়ন্ত্রণে রাখেন। কিন্তু স্কাই নিউজে বলা হয়েছে, অনলাইন ফুটেজে দেখা গেছে নৌকার আসনগুলোতে নিরাপত্তামূলক কোনো ব্যবস্থা সংযোজিত হয়নি। ড্রেইটন ম্যানোর পার্কে ৯ মে মঙ্গলবারের ঘটনার পর ইংল্যান্ডের অন্য দুটি থিম পার্কেও একই ধরনের রাইড বন্ধ রাখা হয়েছে। সেগুলো হলো সারে এলাকায় অবস্থিত থর্প পার্কের ‘রুম্বা রেপিড্স’ এবং স্ট্যাফোর্ডশায়ারে অবস্থিত অলটন টাওয়ার্সের ‘কঙ্গো রিভার রপিড্স’।