সিলেটে নৌকা ডুবে নিহত ২
প্রকাশিত হয়েছে : ১৯ জুলাই ২০১৭
সিলেট প্রতিনিধি: সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার গাড়ুলি বিলে বেড়াতে গিয়ে নৌকা ডুবে দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার গভীর রাতে উপজেলার গাড়ুলি বিলে বেড়াতে গিয়ে তারা নিখোঁজ হন। পরে রাত ১টায় তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- সিহান উদ্দিন (২৭) ও রিয়াজ আহমদ (২৬)। সিহান উদ্দিন ফেঞ্চুগঞ্জ উপজেলার ফরিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক নুরপুর গ্রামের আব্দুল লতিফের পুত্র এবং রিয়াজ আহমদ সিলেট নগরীর দর্শন দেওড়ির আব্দুল মতিনের পুত্র। সিহান ও রিয়াজ আপন খালাতো ভাই।
পরিবার সূত্রে জানা যায়, সিহানদের বাড়িতে সপরিবারে বেড়াতে আসেন রিয়াজ আহমদ। রাতে খালাতো ভাইদের সঙ্গে বিলে বেড়াতে যান তিনি। প্রবল বাতাসে তাদের নৌকা উল্টে যায়। সাতাঁর কেটে শিহাব, মানিক ও ফুয়াদ তীরে উঠতে সক্ষম হলেও সিহান ও রিয়াজ পানিতে তলিয়ে নিখোঁজ হন। পরে রাত ১টায় তাদের মৃতদেহ খুঁজে পাওয়া যায়।