রাজন হত্যা মামলায় ১২ জনের ফাঁসি
প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০১৭
ডেস্ক রিপোর্ট: কলেজছাত্র রাজন হত্যা মামলায় ১২ জনের মৃতুদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত। মঙ্গলবার সকালে টাঙ্গাইলের বিশেষ জজ আদালতের বিচারক ওয়াহিদুজ্জামান শিকদার ভূঞাপুরে কলেজছাত্র রাজন হত্যা মামলায় এ রায় ঘোষণা করেন।
৪ আসামি মামলার শুরু থেকেই পলাতক। রায় ঘোষণার সময় ৮ আসামি আদালতে উপস্থিত ছিলেন। জমি নিয়ে বিরোধের জেরে ২০১৪ সালের ১৩ এপ্রিল টাঙ্গাইলের ভূঞাপুরে ধনবাড়ি ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র রাজন সরকারকে কুপিয়ে হত্যা করা হয়।
রাজনের বাবা লাল মিয়া সরকার ওই দিনই ১৯ জনকে আসামি করে ভূঞাপুর থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ ১২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করলে আদালত এই রায় ঘোষনা করেন।