মঞ্চে আসছে থিয়েটার সিলেটের নতুন নাটক ‘একটি দীর্ঘশ্বাসের ডালপালা’
প্রকাশিত হয়েছে : ১৮ অক্টোবর ২০১৭
নিজস্ব সংবাদদাতা: লোকটা অথর্ব নয়, কাজ করতে পারে। সর্পিলাকৃতির হাত-পা নিয়ে পৃথিবীতে ঠিকে থাকার আমরণ চেষ্টা করে যায়। পরান্নমুখিতায় বড়ো ঘৃণা তার। চাঁদ জোছনার খুনসুটির মতো আপন সংসারে অনাস্বাদিত সুখ খুঁজে বেড়ায়। যে সুখ মায়াহরিণীর মতো পলকেই আড়াল হয়ে যায়; এর বড়ো কাঙাল লোকটা। এই সমাজ এই দেশের মানুষ তাকে বড়ো পোড়ায়।
এ এক বিকলাঙ্গ মানুষের করুণ ইতিহাস। সমাজের তীক্ষ্ণ হুল যাকে রক্তাক্ত করে জন্মাবধি, সে চায় না বংশ পরম্পরায় তার মতো তার সন্তান উপেক্ষিত হোক। তাই আপন দুগ্ধপুষ্য সন্তানকে খুন করে উন্মাদ হয়। প্রলাপ করে। এ-খুনের দায় স্বীকার করে আবার করে না। মুহূর্তের একটা দীর্ঘশ্বাস আপনার ভিতরে ডালপালা ছড়িয়ে দিতে পারে।
নাসরীন জাহানের গল্প অবলম্বনে সুফি সুফিয়ানের রচনায় নাটকটি নির্দেশনা দিয়েছেন কামরুল হক জুয়েল। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কামরুল হক জুয়েল, সুতপা বিশ্বাস পল্লবী, গোলাম মাহদি, মিনহাজুল আবেদীন সৌরভ, হাবিবুর রহমান রাব্বি, বাহাউদ্দিন নাসিম, সুপান্ত রায় শুভ, আবদুল্লাহ আশরাফ সাদ প্রমূখ।
নাটকের আবহসংগীত করেছেন রাফি ইসলাম। সেট জিজাইন করেছেন মুমেনা চৌধুরী ঝুমা। আগামী ২০ অক্টোবর, শুক্রবার, সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেট নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে নাটকটি উদ্বোধন প্রদর্শনী মঞ্চস্থ হবে। আপনারা সবাই আমন্ত্রিত।