‘ফিলিস্তিন রাষ্ট্র গঠনে ও ইসরাইলি গণহত্যা বন্ধে মুসলিম রাষ্টগুলোকে এগিয়ে আসতে হবে’
প্রকাশিত হয়েছে : ২২ এপ্রিল ২০২৫
জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের উদ্যোগে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ও গাজায় ইসরাইলি গণহত্যা ও আগ্রাসনের বিরুদ্ধে আয়োজিত প্রতিবাদ সভায় বক্তারা বলেছেন, গাজায় ব্যাপকভাবে গণহত্যা চালিয়ে মানবতা ও মানবাধিকারকে পদদলিত করে চলেছে এই হায়েনারূপী অবৈধ দখলদার রাষ্ট্র ইসরাইল। বিগত ৬ সপ্তাহ ধরে ফিলিস্তিনের সীমানায় কোনো সহায়তাসামগ্রী ঢুকতে দিচ্ছে না ইসরাইল। গত এক মাসে গাজার ৫ লক্ষ মানুষকে বাস্তুচ্যুত করা হয়েছে। সুতরাং এই মূহুর্তে ইসরাইল সারা বিশ্বের জন্য একটি বিষফোঁড়া, তাকে থামাতে হবে। তার বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং তাকে দুর্বল ও ধ্বংস করতে তার সকল প্রকার পণ্য বয়কট করার কোনো বিকল্প নেই। আমাদেরকে এই বয়কট আন্দোলন আরো জোরদার করতে হবে।
গত ২০ এপ্রিল রবিবার লন্ডনের দারুস সুন্নাহ মসজিদ হলে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
সভায় বক্তারা আরও বলেন, আরব রাষ্ট্রগুলোর কর্তব্য হল- চলমান ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে জোরালো পদক্ষেপ গ্রহণ করা। ইসরাইলকে কোন রকম ছাড় দেওয়ার অর্থই হচ্ছে মানবতাকে সুরক্ষিত রাখার পরিবর্তে ধ্বংস করে দেওয়া। পবিত্র কুরআনে আল্লাহ বলেছেন, ‘তোমরা পৃথিবীতে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি করো না’। সুতরাং ইসরাইলের নৈরাজ্য ও অমানবিকতার বিরুদ্ধে মুসলিম বিশ্বের সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে।
জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের সভাপতি শায়খুল হাদীস মুফতি আব্দুল হান্নানের সভাপতিত্বে ও মহাসচিব মুফতি মাওসুফ আহমদের পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা মুস্তাফিজুর রহমান।
সভায় বক্তব্য রাখেন ইউরোপ জমিয়তের সহসভাপতি মুফতি মাওলানা জিল্লুল হক, হেফাজতে ইসলাম ইউকে লন্ডন মহানগরীর সভাপতি শায়খ মাওলানা ইমদাদুর রহমান আল- মাদানী,ইউরোপ জমিয়তের সহ-সভাপতি মাওলানা সৈয়দ মোশাররফ আলী, মাওলানা হাফিজ মোবারক আলী, মুফতি আজিম উদ্দিন কাসেমী, জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সাধারণ সম্পাদক মাওলানা মামনুন মহিউদ্দিন, ইউরোপ জমিয়তের সহসাধারণ সম্পাদক মাওলানা আব্দুল বাসিত,হাফিজ মওলানা মাসুম আহমদ (সাহেবজাদায়ে শায়খে কৌড়িয়া) ইউরোপ জমিয়ত লন্ডন মহানগরীর সভাপতি মাওলানা জসিম উদ্দিন,যুববিষয়ক সম্পাদক মাওলানা হোসাইন আহমদ, লন্ডন মহানগর শাখার সাধারণ সম্পাদক মুফতি বুরহান উদ্দিন প্রমুখ।
সভা শেষে ফিলিস্তিনের মজলুম মুসলমান ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন শায়খুল হাদীস মুফতি আব্দুল হান্নান। সংবাদ বিজ্ঞপ্তি