মাহবুব আলী খান স্মৃতি সংসদ যুক্তরাস্ট্রের সেক্রেটারি আজাদুল ইসলাম আলমগীরের সম্মানে মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ১৩ জুলাই ২০১৭
যুক্তরাজ্য সফররত সিলেটের দক্ষিণ সুরমা ছাত্রদলের সাবেক নেতা ও মাহবুব আলী খান স্মৃতি সংসদ যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সস্পাদক আজাদুল ইসলাম আলমগীর এর সাথে যুক্তরাজ্যস্থ সিলেট সদর দক্ষিন বিএনপি, যুবদল, ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১০ জুলাই সোমবার যুক্তরাজ্য বিএনপির অফিসে লন্ডন মহানগর বিএনপির সাধারণ সস্পাদক ও মাহবুব আলী খান স্মৃতি সংসদ যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক আবেদ রাজার সভাপতিত্বে ও লন্ডন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক খালেদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ । লন্ডন মহানগর বিএনপির দপ্তর সম্পাদক নজরুল ইসলাম মাসুকের পবিত্র কুরআন তেলায়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সদস্য ও দক্ষিন সুরমা ছাত্রদলের সাবেক সভাপতি আমিনুর রহমান আকরাম।
প্রধান অতিথির বক্তবে এম এ মালিক বলেন, ছাত্রদলের রাজনীতির মাধ্যমেই আলমগীরের রাজনৈতিক যাত্রা শুরু হয়েছে। আন্দোলনে তার অপরিসীম সাহসী ভূমিকা তৎকালীন সময়ে ভূমিকা রেখেছে।
প্রধান বক্তা কয়ছর এম আহমেদ বলেন, আলমগীরের রাজনৈতিক ভবিষ্যৎ উজ্জ্বল। তার মতো নিবেদিতপ্রাণ কর্মী গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে খুবই প্রয়োজন। দল সর্বদা মেধাবী ও পরিশ্রমী নেতৃত্বকে স্বাগত জানায়।
মতবিনিময় সভায় বিশেষ অথিতি হিসাবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল হামিদ চৌধুরী, সহ সভাপতি মোঃ গোলাম রাব্বানি, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক সহিদুল ইসলাম মামুন, স্পেন বিএনপির সভাপতি আবদুল কাইয়ূম, আয়ারল্যান্ড বিএনপির সাধারণ সম্পাদক কবির আহমদ, যুক্তরাজ্য বিএনপির যুব বিষয়ক সম্পাদক আব্দুল হামিদ খান হেভেন, সহ দপ্তর সম্পাদক সেলিম আহমেদ, বিএমপি নেতা মাওলানা শামীম আহমদ, তাফজ্জুল আহমদ ও কুনু মিয়া।
লন্ডন মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল কুদ্দুস, ইস্ট লন্ডন বিএনপির যুগ্ম সম্পাদক তোফায়েল আহমেদ আলম, যুক্তরাজ্য যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক আফজাল হোসেন, আবদুল হক রাজ, লন্ডন মহানগর বিএনপি নেতা এমএ তাহের, তোফায়েল আহমদ মৃধা, জিয়াউর রহমান, আরিফুল হক, সেলিম মাহমুদ, শফিক মিয়া, আসমা জাম্মান, বাবুল গনি, জিয়াউর রহমান দিপু, মোশারফ হোসেন ভূইয়া, যুবদল নেতা আবদুল হামিদ খান সুমেদ, জিয়াউল ইসলাম জিয়া, মাকসুদুল হক, সৈয়দ আতাউর রহমান, জয়নাল আবেদিন, আশিক বকস, আতাউর রহমান, মোমিন মিয়া, ফজল আহমদ, কাজী আজাদুল ইসলাম মাহবুব, খালিক মিয়া, মাহবুব ইসলাম, বেয়ায়েত হোসেন, আজমল ইমরান, ইমরান আহমদ, সাইফুল ইসলাম, একেএম নেছার ইদ্দিন, সফিকুল ইসলাম, মাহামুদ রেজা সজীব, মনসুর আবদুল রউফ, মকবুল হোসেন চৌধুরী, আবুল হোসেন প্রমূখ। -সংবাদ বিজ্ঞপ্তি