পেশোয়ারে বিমান ঘাঁটিতে তালেবান হামলা, ১৩ জঙ্গিসহ ৩৩ জন নিহত
প্রকাশিত হয়েছে : ১৮ সেপ্টেম্বর ২০১৫
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় পেশোয়ার শহরে অবস্থিত পাকিস্তান বিমান বাহিনীর একটি ঘাঁটিতে বন্দুকধারী জঙ্গিরা হামলা চালিয়েছে। পাল্টা-হামলায় কমপক্ষে ১৩ জঙ্গিসহ ৩৩ জন নিহত হয়েছে। এক মেজরসহ ২ সেনা আহত হয়েছে। তবে স্থানীয় বিভিন্ন হাসপাতালের সূত্রে হতাহতের সংখ্যা আরও বেশি বলে মনে করা হচ্ছে। পাকিস্তান তালেবান হামলার দায় স্বীকার করেছে। এক ইমেইল বার্তায় পাকিস্তান তালেবানের মুখপাত্র মুহাম্মদ খুরাসানি বলেছেন, আত্মঘাতী একটি ইউনিট এ হামলা পরিচালনা করেছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। সেনা মুখপাত্র মেজর জেনারেল আসিম বাজওয়া জানিয়েছেন, একটি প্রহরা চৌকিতে হামলা চালানোর পর ১০ বন্দুকধারী বাদাবের বিমান ঘাঁটিতে প্রবেশ করে। তিনি জানান, নিরাপত্তা বাহিনীসমূহ পুরো এলাকা ঘিরে ফেলেছে এবং বাকি বন্দুকধারীদের গ্রেপ্তারে অভিযান চলছে। এদিকে রিপোর্টারদের কাছে পাঠানো এক ইমেইলে পাকিস্তান তালেবান হামলার দায় স্বীকার করেছে। তাদের নির্দেশেই এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে তালেবান। পেশোয়ার জঙ্গিদের নিয়মিত টার্গেটে পরিণত হয়েছে। গত বছরের ডিসেম্বরে পেশোয়ারে সেনা পরিচালিত এক স্কুলে হামলায় ১৩২ স্কুলশিশুসহ মোট ১৫০ জনেরও বেশি নিহত হয়েছিল। এরপর পাকিস্তান সরকারও জঙ্গি দমনে কঠোর অবস্থান নেয়।