পাকিস্তানে বোমা বিস্ফোরণে ৩ ট্রেনযাত্রী নিহত
প্রকাশিত হয়েছে : ০১ নভেম্বর ২০১৫
পাকিস্তানের বেলুচিস্তানে রবিবার একটি রেললাইনে পেতে রাখা বোমা বিস্ফোরণে যাত্রীবাহী ট্রেনের অন্তত ৩ যাত্রী নিহত ও ১২ জন আহত হয়েছে। ট্রেনটি বেলুচিস্তানের মাস্তাং এলাকায় পৌঁছানোর পর এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর ট্রেনটি লাইনচ্যুত হয়ে পড়ে। খবর- এএফপির।
সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা শাফকাত আনোয়ার বলেন, ‘বোমাটি রেললাইনে পেতে রাখা হয়েছিল। ট্রেনটি মাস্তাং এলাকায় যাওয়ার পর এই বিস্ফোরণ ঘটে। এতে ট্রেনটির প্রথম বগিটি ক্ষতিগ্রস্ত হয়েছে।’ জাফর এক্সপ্রেস নামের ট্রেনটি বেলুচিস্তানের প্রধান নগরী কোয়েটা থেকে রওয়ানা দিয়ে মধ্যাঞ্চলীয় পাঞ্জাবের রাওয়ালপিন্ডি যাচ্ছিল।
আনোয়ার বলেন, ‘এই ঘটনায় অন্তত ৩ যাত্রী মারা নিহত হয়েছেন। এদের মধ্যে ঘটনাস্থলেই দুই জন ও হাসপাতালে নেয়ার পথে আরো একজন মারা যান।’ অপর একজন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা জানান, এই হামলা চালাতে আইইডি (ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস) ব্যবহার করা হয়েছে। ট্রেনটিতে প্রায় ৬৫০ যাত্রী ছিল।
কোন সংগঠন হামলার দায়িত্ব স্বীকার করেনি। তবে বেলুচিস্তান প্রদেশের বিচ্ছিন্নতাবাদীরা অধিকতর স্বায়ত্তশাসনের দাবিতে দীর্ঘদিন ধরেই নাশকতা চালিয়ে আসছে। এছাড়াও এই প্রদেশে জাতিগত সহিংসতা ও ইসলামপন্থীদের তৎপরতা রয়েছে।