এসবিবিএস’র ১৫তম বার্ষিক সাধারণ সভা ও গালা ডিনার অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৭ ফেব্রুয়ারি ২০২৪
ইংল্যান্ড ও ওয়েলসে বসবাসরত বৃটিশ বাংলাদেশী সলিসিটরসদের সংগঠন সোসাইটি অব ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস (এসবিবিএস) এর ১৫তম বার্ষিক সাধারণ সভা ও গালা ডিনার অনুষ্ঠিত হয়েছে। গত ৬ ফেব্রুয়ারী মঙ্গলবার সন্ধ্যায় দ্যা ল’ সোসাইটি হলে এই সভা অনুষ্ঠিত হয়। এতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত সলিসিটরদের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
সভায় এসবিবিএস-এর সভাপতি ফরিদা হাকিমের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের সভাপতি লর্ড রীড, সাবেক সভাপতি লর্ড ফিলিসপস, কিংস বেঞ্চ ডিভিশনের সভাপতি ডেম ভিক্টোরিয়া শার্প, হাই কোর্টের বিচারপতি স্যার রবিন নোয়েলস, বিচারপতি স্যার আখলাক চৌধুরী, ডেপুটি হাই কোর্ট জাজ খাতুন স্বপ্নারা, ল’ সোসাইটির সহ-সভাপতি রিচার্ড আটকিন্সন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপীল বিভাগের সাবেক বিচারপতি ইমান আলী, এসবিবিএস-এর অনারারি প্যাট্রন ব্রিটিশ বাংলাদেশি বিশিষ্ট ক্রিমিনাল ব্যারিস্টার মোজাম্মেল হোসেন কেসি এবং যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম।
এছাড়াও কমিউনিটির অন্যান্য গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। সভায় অতিথিরা তাদের বক্তব্যে আইনক্ষেত্রে অবদানের জন্য এসবিবিএস-এর সদস্যদের ভূয়সী প্রশংসা করেন।
বার্ষিক সাধারণ সভায় সোসাইটির সাধারণ সম্পাদক মাহাদি হাসান সাধারণ সম্পাদকের প্রতিবেদন এবং কোষাধ্যক্ষ মুনসাত চৌধুরী ও যুগ্ম কোষাধ্যক্ষ কাহার চৌধুরী কোষাধ্যক্ষের প্রতিবেদন পেশ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ন সাধারণ সম্পাদক সুবের আখতার।
সভায় সংগঠনের কার্যক্রমে বিভিন্নভাবে অবদান রাখার জন্য সংগঠনের প্রথম সভাপতি সহুল আহমেদ, সাবেক সভাপতি দেওয়ান মেহেদী, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল গাফফার, বর্তমান গভর্নিং বডির যুগ্ম সম্পাদক মুহম্মদ গনি উল্লাহ, সাংগঠনিক সম্পাদক ইমরুল শেখ এবং সদস্য এম এ শাফি কে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে সীতার ফিউশনের পরিবেশনায় এবং গভর্নিং বডির সদস্য ড. সোনিয়া জামান খানের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথিরা মনোমুগ্ধকর বাংলা গান উপভোগ করেন।
উল্লেখ্য, সোসাইটি অব ব্রিটিশ বাংলাদেশি সলিসিটরস ১৫ বছর আগে ইংল্যান্ড ও ওয়েলস-এর দ্যা ল’ সোসাইটি হলে সুপ্রিম কোর্টের তৎকালীন সভাপতি লর্ড ফিলিসপস-এর উপস্থিতিতে যাত্রা শুরু করে। এরপর থেকেই সংগঠনটি সদস্যদের স্বার্থরক্ষায় এবং যুক্তরাজ্যে আইনী পেশায় নিয়োজিত বৃটিশ-বাংলাদেশীদের জন্য কাজ করে যাচ্ছে। সংবাদ বিজ্ঞপ্তি