যুক্তরাজ্যে চেতনা সমাজ কল্যাণ সংস্থার আত্মপ্রকাশ
প্রকাশিত হয়েছে : ১৫ মে ২০২৪
‘মানুষ মানুষের জন্য। মানবতার ডাকে সাড়া দিতে সবাই মিলে কাজ করবো’-এই প্রত্যয়কে সামনে রেখে চেতনা সমাজ কল্যাণ সংস্থা নামে যুক্তরাজ্য ভিত্তিক একটি নতুন দাতব্য সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। অবশ্য সংগঠনটি গত দুই বছর যাবত চেতনা যুব পরিষদ নামে যুক্তরাজ্য থেকে লিডস বাংলা প্রেস ক্লাবের সাহায্যে তহবিল সংগ্রহ করে বৃহত্তর সিলেটের বিভিন্ন অঞ্চলে ত্রাণ বিতরণ ও ফ্রি চিকিৎসা সেবা দিয়েছে।
তবে গত ১৩ মে সোমবার বার্মিংহামে বাংলাদেশী কমিউনিটির বিশিষ্টজনদের সাথে বর্তমানে ইংল্যান্ড সফররত চেতনা যুব পরিষদ বাংলাদেশের সভাপতি জুলকার নায়েনের সম্মানে আয়োজিত এক মতবিনিময় সভায় সংগঠনটির নতুন নামকরণ এবং বিশিষ্ট সাংবাদিক ও শিক্ষাবিদ এম.জি কিবরিয়াকে সভাপতি ও হাবিব আহসান জাবেদকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটির পদপ্রাপ্ত অন্যরা হলেন-সহ সভাপতি খছরু মোহাম্মদ খান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সালাহ উদ্দিন, অর্থ সম্পাদক রাহিদ আল হাসান, প্রচার সম্পাদক শহিদুর রহমান সোহেল, সমাজসেবা সম্পাদক জুনেজ খান, ধর্ম সম্পাদক হাফিজ নাজমুল ইসলাম, আপ্যায়ন সম্পাদক জুবের আহমদ, ক্রীড়া সম্পাদক সুয়েব আহমদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ইউসুফ কামাল, সাংস্কৃতিক সম্পদক মোঃ হাসান আহমেদ, কার্যকরি পরিষদ সদস্য মিজানুর রাজা চৌধুরী, আবরারুল হক আরিফ, মোহাম্মদ জাকারিয়া, উবায়দুল হাসান লোদী, মোহাম্মদ নুরুল হক, শাহান চৌধুরী, মফিজুর রব প্রমুখ।
সংস্থার নব নির্বাচিত সভাপতি এম.জি কিবরিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাবিব আহসান জাবেদের পরিচালনায় মতবিনিময় সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাংবাদিক মারুফ আহমেদ। চেতনা যুব পরিষদ বাংলাদেশের সভাপতি জুলকার নায়েনকে ফুল দিয়ে বরণ করেন চেতনা সমাজ কল্যাণ সংস্থা যুক্তরাজ্যের নেতৃবৃন্দ।
আলোচনা পর্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চেতনা সমাজ কল্যাণ সংস্থার নবনির্বাচিত সহ-সভাপতি এবং গ্রেটার সিলেট কাউন্সিল যুক্তরাজ্যের জেনারেল সেক্রেটারি খছরু খান, বার্মিংহাম বাংলা প্রেস ক্লাবের সভাপতি মারুফ আহমেদ, লন্ডন বাংলা প্রেস ক্লাবের নির্বাহী সদস্য এবং চেতনা সমাজ কল্যাণ সংস্থা যুক্তরাজ্যের প্রচার সম্পাদক শহিদুর রহমান সোহেল, অর্থ সম্পাদক রাহিদ আল হাসান, সাংস্কৃতিক সম্পদক মোঃ হাসান আহমেদ, কার্যকরি পরিষদ সদস্য উবায়দুল হাসান লোদী, মোহাম্মদ নুরুল হক, মিজানুর রাজা চৌধুরী, মফিজুর রব শাহান চৌধুরী প্রমুখ।
সভায় বক্তারা সিলেটের বিভিন্ন সামাজিক উন্নয়নে চেতনা যুব পরিষদ বাংলাদেশের সভাপতি জুলকার নায়েন এবং চেতনা সমাজ কল্যাণ সংস্থা যুক্তরাজ্যের সভাপতি এম জি কিবরিয়ার নিরলস প্রচেষ্টার ভূঁয়সী প্রশংসা করেন।
জুলকার নায়েন আশা প্রকাশ করে বলেন, সভাপতি এম.জি কিবরিয়ার নেতৃত্বে চেতনা সমাজ কল্যাণ সংস্থা যুক্তরাজ্য থেকে বাংলাদেশের দরিদ্র মানুষের কল্যাণে উল্লেখযোগ্য অবদান রাখবে।
এদিকে সভাপতি এম.জি কিবরিয়া সংগঠনের সদস্যবৃন্দ এবং কমিউনিটির সহযোগিতা নিয়ে চেতনা সমাজ কল্যাণ সংস্থার কার্যক্রম অনেক দূর এগিয়ে নিতে পারবেন বলে প্রত্যশা ব্যক্ত করেন। সংবাদ বিজ্ঞপ্তি